মনোহরদী থেকে :
মনোহরদীর ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, বালু জব্দ সহ ৩ টি ট্রলি আটক।
আজমিরী সুলতানা, মনোহরদী : নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা শিমুলতলী ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে, বালু উত্তোলনের অভিযোগে,অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেজার ও বালু জব্দ করা হয়। এবং বালু অপসারণের অভিযোগে ০৩ টি বালু ভর্তি ট্রলি আটক করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে কোন বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। অভিযানের উপস্থিতি টের পেয়ে, সবাই দৌড়ে পালিয়ে যায়।
এ সময় অভিযান পরিচালনা করেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর। তিনি আরো ও জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।