Sunday, December 22, 2024
বাড়িUncategorizedস্বীকৃতি পেল এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার

স্বীকৃতি পেল এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার

স্বীকৃতি পেল এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার

পুরকৌশলীদের কনক্রিট গবেষণাধর্মী সংগঠন ‘আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার’ এর অনুমোদন পেল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর পুরকৌশল বিভাগ।

ইউআইটিএস পুরকৌশল বিভাগে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা হাসান ইমামের সভাপতিত্বে বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আয়শা আক্তার, ইউআইটিএস ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারি অধ্যাপক সারাবান তহুরা, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক রিজভান আহমেদ রাফসানের উপস্থিতিতে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে ইউআইটিএস পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী কে এম তানভীর হাসান কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এসময় সহ-সভাপতি পদে হাসিবুল ইসলাম, মো. সেলিম রেজা ও আওলাদ হোসাইন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদে ফেরদৌস ইসলাম কোষাধ্যক্ষ পদে জান্নাতুল নাইম তন্নি ডিরেক্টর পদে মো.আবু বকর সিদ্দিক রাতুল, টুটুল চাকমা, সাব্বির হোসেন রুপক ও মো. ফয়সাল আহমেদ এছাড়াও বাকিদের কে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে।

এসময় বক্তারা বলেন, আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) হল একটি প্রযুক্তিনির্ভর প্রায়োগিক প্রতিষ্ঠান যারা সারা বিশ্বের সকল ধরনের কনক্রিট টেস্টের নিয়ম-কানুন তথা স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। এছাড়াও বিশ্বব্যাপী কনক্রিট সম্পর্কিত জ্ঞানের চর্চা ও প্রচার-প্রসারের নিমিত্তে বিশ্ববিদ্যালয় সমূহে স্টুডেন্ট চ্যাপ্টার স্বীকৃতির ব্যবস্থা করে থাকে এসিআই, যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নিয়ন্ত্রিত হয়।

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর স্বীকৃতিতে পুরকৌশল বিভাগকে এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের গবেষণা ও কনক্রিট প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

এসময় তারা আরো বলেন, একজন শিক্ষার্থী এক বছরের মেম্বারশিপের মাধ্যমে তাদের ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ, ফেলোশিপ, স্কলারশিপ, জব, রিসার্চ ফ্যাসিলিটিসহ এসিআইয়ের সকল গবেষণাপত্র পড়ার পথ সুগম হয়। এটার মাধ্যমে ইউআইটিএস এর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে গবেষণা ও পেপার পাবলিশিং এর অবারিত সুযোগ ও সম্ভাবনার।

উল্লেখ্য গত ১১ মার্চ এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড: মুহাম্মদ তারেক উদ্দিন (আইইউটি) ও সাধারণ সম্পাদক ডক্টর রুপক মুৎসুদ্দী (বুয়েট) এর পরামর্শক্রমে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের ডিরেক্টর জন কে. কন গত ১৪ মার্চ বাংলাদেশের ৭ম বিশ্ববিদ্যালয় হিসেবে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর স্বীকৃতি দেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্প্রতি ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস (ইউ আই টি এস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো। “Advance Technology and Green Materials for Sustainable Cement Production” বিষয়ের আলোকে মূল বক্তা হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার, কোয়ালিটি এস্যুরেন্স এন্ড টেকনিক্যাল সাপোর্ট, জনাব ডঃ রেজাউল করিম। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন (ইউ আই টি এস) এর সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments