Sunday, December 22, 2024
বাড়িআজকের পত্রিকাপ্রথম পাতানরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাব কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচন।(২০২৪-২০২৬)

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাব কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচন।(২০২৪-২০২৬)

প্রেসক্লাবের নীতিমালা অনুযায়ী এরই ধারাবাহিকতায় কন্ঠ ভোটের মাধ্যমে নরসিংদী, মনোহরদী উপজেলা প্রেসক্লাব নির্মিত হয়। নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত হলো মনোহরদী উপজেলা প্রেসক্লাব, নেতৃত্বে শাকিল ও আজমেরী

১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব। এ ক্লাব নীতিমালা অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রেসক্লাবের নীতিমালা অনুযায়ী এরই ধারাবাহিকতায় কন্ঠ ভোটের মাধ্যমে নরসিংদী, মনোহরদী উপজেলা প্রেসক্লাব নির্মিত হয়। নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত হলো মনোহরদী উপজেলা প্রেসক্লাব, নেতৃত্বে শাকিল ও আজমেরী

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ৬৩ সদস্যের কণ্ঠ ভোটের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন(২০২৪-২০২৬) শুক্রবার(১ মার্চ) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন আমাদের কলম এবং লেখনীর মাধ্যমে মনোহরদী উপজেলা থেকে অনিয়ম দুর্নীতি দূর করব, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করব। তিনি আরো বলেন  এখানে কেউ কমিটির সভাপতি বা সেক্রেটারি নই আমরা এখানে প্রত্যেকেই সর্বাধিক ভূমিকা পালন করে কাজ করে যাব। এবং সাধারণ সম্পাদক আজমির সুলতানা বলেন গরিব ও মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মনোহরদী  উপজেলা প্রেসক্লাব সর্বদা নিয়োজিত থাকবে।এবং অর্থ বিষয়ক সম্পাদক – সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম  বলেন মানুষের সার্বিক উন্নয়নে সর্বদা মনোহরদী উপজেলা প্রেসক্লাব নিয়োজিত থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা, হসপিটাল, যেকোনো জায়গায় সামাজিক অবক্ষয়,   অকল্যাণকর, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, নিপীড়িত নির্যাতিত সাংবাদিক ভাই বোনদের পাশে দাঁড়াতে মনোহরদী উপজেলা প্রেসক্লাব  সর্বদা নিয়োজিত থাকবে।

কার্যনির্বাহী পরিষদের কমিটি

মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

  1. সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল (ভয়েজ বিডি টুয়েন্টিফোর ডটকম),
  2. সিনি: সহ-সভাপতি শাহজালাল হীরা (দৈনিক আলোকিত স্বদেশ),
  3.  সহ-সভাপতি মো. কামাল উদ্দিন বাদল (দৈনিক একুশে বাণী),
  4.  সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা (দৈনিক নাগরিক ভাবনা),
  5.  যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন (দৈনিক খবরের আলো),
  6. সহ-সম্পাদক মনোয়ার রিয়াজ মুন্না (প্রতিদিনের সংবাদ/নরসিংদী মিরর ডটকম),
  7.  অর্থ বিষয়ক সম্পাদকসাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম  জাতীয় দৈনিক গণজাগরণ এবং গ্লোবাল আইপি টেলিভিশন প্রধান সম্পাদক
  8.  সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা (নতুন দিন/ দৈনিক বাংলার দূত),
  9.  সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল মমিন হোসাইন সজীব (দেশ চ্যানেল ও বৈশাখী বার্তা),
  10.  দপ্তর সম্পাদক কে.এইচ. নজরুল ইসলাম (দৈনিক সবুজ নিশান),
  11.  সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসুদ রানা (দৈনিক বঙ্গ সংবাদ),
  12. সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাজুল ইসলাম বাদল (দৈনিক গণকণ্ঠ),
  13. প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম (দৈনিক আলোকিত বাংলাদেশ),
  14. সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাবিব উল্লাহ (নবযুগ নিউজ),
  15.  তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান নিশাদ (দ্যা কান্ট্রি টুডে),
  16.  মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন হাসান ফাতেমা (বাংলা ৫২),
  17. ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমরুল ইসলাম, (দৈনিক ভোরের বাণী/দৈনিক দেশ বুলেটিন),
  18.  কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যারা,
  19. কার্য নির্বাহী সদস্য সাইদুর রহমান তসলিম (দৈনিক সবুজ বাংলা),
  20. কার্য নির্বাহী সদস্য শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ ও দৈনিক বাংলার নবকণ্ঠ),
  21. কার্য নির্বাহী সদস্য আবু রায়হান বাচ্চু (দৈনিক মুক্ত খবর),
  22. কার্য নির্বাহী সদস্য শহিদুল ইসলাম খোকন (দৈনিক বাংলার নবকণ্ঠ),
  23.  মো. জহিরুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সময়), মো. কামাল হোসেন ভূইয়া (দৈনিক আজকের দিন)।

সদস্যরা হলেন- মোতাছিম বিল্লাহ শাকিল, শাকিল খান, মোয়াজ্জেম হোসেন প্রধান, ইমরান হোসেন, তারেক ভূইয়া, মো. ইকবাল হোসাইন, শেখ সাফায়াত হোসেন, মো. ছায়েম সরকার, মাহমুদুল হাসান লিমন, মো. মোবারক হোসেন, মো. ওলিউল্লাহ, রাজিব হাসান, জয়ন্ত বণিক, মো. ইসমাইল হোসেন, মো. নাজমুল হাসান, মাসুম বিল্লাহ, মনির হোসেন শাওন, নাজমুল হাসান, পিংকি দাস, এস.এম. ইব্রাহিম খলিল, শাহজাহান আকন্দ, গোলাম সারোয়ার সেতু, তানজিনা আফরিন ভূইয়া, সোহরাব আহমেদ শিপলু, মনিরুজ্জামান, মো. সাজেদুল আক্কাছ, তানভীর আহমেদ, সাদিকুর রহমান সজল, সাখাওয়াত হোসেন প্রধান, মো. শামীম মিয়া, সাদিকুর রহমান সজল, আল ফাহাদ, মো. হিমেল মিয়া, মো. জাকির হোসেন, সানিমুল আলম সানী, জহিরুল ইসলাম জুয়েল, রাজীব হাসান, ইব্রাহিম মৃধা, বিপুল হাসান, মহসিন মিয়া ও সাইদুর রহমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments