Site icon The Daily Global News

আবাবিল যুব সংঘের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর

বিশেষ প্রতিনিধি – জাতীয় দৈনিক গ্লোবাল নিউজ ,মাহমুদুল হাসান লিমন

ব্যুরো প্রধান নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে উপজেলায় আবাবিল যুব সংঘের  অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকালে আবাবিল যুব সংঘের  আয়োজনে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মইষাকান্দী গ্রামের অসহায় লেহাজ উদ্দিন এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেহাজ উদ্দিন এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করেন, আবাবিল যুব সংঘের প্রধান উপদেষ্টা, মুহাম্মদ মুবাশ্বর হোসেন শামিম(বিএসসি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো: রেজাউল করিম, সাধারণত সম্পাদক চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপি, ও আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি  মো: আল মমিন হোসাইন সজিব,  আমার টিভি’র চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ ।

যুব সংঘের যুব সংঘের প্রধান উপদেষ্টা তিনি বলেন সব সময় তিনি যুবকদের উৎসাহ উদ্দীপনা করে বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং তিনি সর্বদাই তাদের সাথে এক হয়ে কাজ করতে চান। আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ আল মুমিন হোসাইন সজীব তিনি বলেন এ পর্যন্ত গৃহ নির্মাণ প্রজেক্টে আমরা দ্বিতীয় প্রজেক্ট ওনাদের হাতে তুলে দিলাম এবং আমরা সর্বদাই মানুষের পাশে থেকে ও কাজ করে যেতে চাই। এবং ডেইলি গ্লোবাল নিউজ এর প্রধান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন মনোহরদী উপজেলা, বেলাব উপজেলার প্রত্যেকটা হতদরিদ্র মানুষের হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। আবাবিল যুব সংঘ দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছে এবং থাকবে এই শুভ কামনায়।

Exit mobile version