Site icon The Daily Global News

উৎসব মুখর পরিবেশে বিজেএ’র ফ্যামিলি ডে উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার কেরানীগন্জে শনিবার (২ রা মার্চ) সকাল থেকে বিকেল অবধি গার্ডেন পার্কে আনন্দঘন আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে বিজেএ’র সদস্যদের সঙ্গে বাবা-মা ও স্ত্রী-সন্তানরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

সকাল ৮ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে পিকনিক স্পটে পৌঁছায় ৯টায়। দিনভর নানা আয়োজনে সন্ধ্যা গড়ালে রাতে ঢাকায় ফেরেন অংশগ্রহণকারীরা। শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের বালিশ খেলা দিয়ে আয়োজন শুরু হয়ে শেষ হয়ে র‌্যাফেল ড্র দিয়ে। লটারিতে ৩০ টি পুরুষ্কারের মধ্যে ১ম পুরস্কার ৩২” টেলিভিশনসহ মোট ১১টি পুরুষ্কার জিতেন বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক এম এইচ মুন্না।

সংগঠনের সভাপতি কাজী আবদুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় পুরো আয়োজনে সংগঠনের সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ন-সম্পাদক আসাদুজ্জামান রনজু, দপ্তর সম্পাদক- এম এইচ মুন্না, আইন বিষয়ক সম্পাদক- এ্যাড: বিপ্লব, কল্যান সম্পাদক- উজ্জল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মহি উদ্দিন শাহীন, নারী বিষয়ক সম্পাদিকা- নাহিদা আক্তার পপি, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য- জাহাঙ্গীর আলম শাহীন, শাহ আলম সাগরসহ আরো অনেকে। সংগঠনের উপদেষ্টা ডাঃ আনহারুর রহমান, ইন্জিয়ার সরোয়ার আলম, আবু বকর সিদ্দীক এবং খন্দকার তারেক রায়হান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যারা আলোকিত করেছেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও যুগ্ম-সাধারন সম্পাদক- মোঃ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি- কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত নেতা ২০২৪ সালে সাধারণ সম্পাদক পদ প্রার্থী- এ জিহাদুর রহমান জিহাদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি- শাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক পরিবার বহুমূখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ- মোশাররফ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদের সদস্য- আসাদুর রহমান, সিনিয়র সাংবাদিক- শাহ আলম ডাকুয়া, আব্দুল খালেক, আন্জুমান আরা হোসাইন শিল্পী, রারজানা সুলতানা, আসলাম ভাই এছাড়াও আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কচি, শাহীন চৌধুরী, মারুফ হাসান, সায়েদা রিমি কবিতা ও জাকিয়া সুলতানা।

Exit mobile version