প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ১:৫০ পি.এম
নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাব কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচন।(২০২৪-২০২৬)
১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব। এ ক্লাব নীতিমালা অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রেসক্লাবের নীতিমালা অনুযায়ী এরই ধারাবাহিকতায় কন্ঠ ভোটের মাধ্যমে নরসিংদী, মনোহরদী উপজেলা প্রেসক্লাব নির্মিত হয়। নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত হলো মনোহরদী উপজেলা প্রেসক্লাব, নেতৃত্বে শাকিল ও আজমেরী
নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ৬৩ সদস্যের কণ্ঠ ভোটের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন(২০২৪-২০২৬) শুক্রবার(১ মার্চ) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন আমাদের কলম এবং লেখনীর মাধ্যমে মনোহরদী উপজেলা থেকে অনিয়ম দুর্নীতি দূর করব, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করব। তিনি আরো বলেন এখানে কেউ কমিটির সভাপতি বা সেক্রেটারি নই আমরা এখানে প্রত্যেকেই সর্বাধিক ভূমিকা পালন করে কাজ করে যাব। এবং সাধারণ সম্পাদক আজমির সুলতানা বলেন গরিব ও মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মনোহরদী উপজেলা প্রেসক্লাব সর্বদা নিয়োজিত থাকবে।এবং অর্থ বিষয়ক সম্পাদক - সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মানুষের সার্বিক উন্নয়নে সর্বদা মনোহরদী উপজেলা প্রেসক্লাব নিয়োজিত থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা, হসপিটাল, যেকোনো জায়গায় সামাজিক অবক্ষয়, অকল্যাণকর, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, নিপীড়িত নির্যাতিত সাংবাদিক ভাই বোনদের পাশে দাঁড়াতে মনোহরদী উপজেলা প্রেসক্লাব সর্বদা নিয়োজিত থাকবে।
কার্যনির্বাহী পরিষদের কমিটি
মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।