Site icon The Daily Global News

হবিগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। 

নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সালমান বাহুবল হামিদ নগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। এদিকে, নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা গত ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। 

চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছিল। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Exit mobile version