Site icon The Daily Global News

শোয়েবের বদলি হিসেবে বরিশালে শেহজাদ

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক বিপিএলের ঢাকা পর্বের তিন ম্যাচ খেলেই ব্যক্তিগত কাজে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে সিলেটেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বরিশাল ফরচুনের এই তারকার। কিন্তু শোয়েব সিদ্ধান্ত নেন তিনি আর ফিরবেন না। যে কারণে তার পরিবর্তে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে নিচ্ছে বরিশাল।

কথা মতো, দলের সঙ্গে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সিলেটের মাটিতে পা রেখেছেন শেহজাদ। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন পাকিস্তান দলের এক সময়ের দুর্দান্ত ওপেনার।পোস্টে শেহজাদ লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার জন্য সিলেটে অবতরণ করেছি। আগামীকাল প্রথম ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। এগিয়ে যাও ফরচুর বরিশাল।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Exit mobile version