দ্রব্যমূল নিয়ন্ত্রণ, বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিল সহ বিভিন্ন দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বরিশাল মহানগর এবং জেলা উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল বের হয়ে গীর্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিএনপির কালো পতাকা মিছিল উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত