Sunday, December 22, 2024
বাড়িশিল্প বাণিজ্যদুবাই চেম্বার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী

দুবাই চেম্বার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে বিনিয়োগ বাড়াতে দুবাই গিয়েছে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি দেশের ব্যবসায়িক সংগঠনের মধ্যে বেসরকারিভাবে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দেশটির সাথে বাণিজ্যিক কাঠামো বৃদ্ধিতে দেশের এ শীর্ষ ব্যবসায়িক সংগঠনের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত বৃহস্পতিবার দুবাইয়ে চেম্বারের সঙ্গে বৈঠকে রমজানের পর তাদের ১৫-২০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ সহ বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চাইলে এ সুবিধা নিতে পারেন।’বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিনিময়, ব্যবসায়িক তথ্য আদান-প্রদানসহ বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন দুবাই চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী লোথা। তিনি বলেন, ‘বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট কিছু খাতে আমরা কাজ করতে আগ্রহী। আর স্বল্প পরিসরে এটি শুরু হতে পারে ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে।’

এসময় উপস্থিতি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের প্রতিনিধি দলের দুই পরিচালক সালেহীন এফ নাহিয়ান ও মোহাম্মদ ফাইজুর রহমান, আবুধাবি দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। অন্যদিকে, দুবাই চেম্বারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথার নেতৃত্বে দেশটির গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, ডিরেক্টর স্ট্র্যাটেজিক পার্টনারশিপস অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments