সবার জীবনেই এমন কিছু স্মৃতি থাকে, যা কেউ হয়তো কখনও ভুলতে পারে না। সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের লাইফে কোন স্মৃতি হঠাৎ জেগে উঠলো, যা তারা ভুলতে পারছেন না?
গত কিছুদিন ধরেই এমনই দেখা গেল তাদের টাইমলাইনে। পপুলার স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী, রাকিন আবসার, অতনু জুবায়ের, রাজ ব্রো, থটস অফ শামস, বেঙ্গলি বইন, টম্যাটো, সাগরক্যাস্টিক ও আলতাফ উদ্দিন সম্পদ তাদের টাইমলাইনে শেয়ার করেছেন জীবনে এমন কিছু ভুলতে না পারার কথা। এসব স্মৃতি হঠাৎ শেয়ার করে নেটিজেনদের কাছে আলোচনায় এসেছেন তারা, কমেন্টবক্সে সবাই জানতে চাচ্ছেন, কোন স্মৃতি হঠাৎ নাড়া দিয়েছে তাদের, কী তারা সহজে ভুলতে পারছেন না। তাদের এই হঠাৎ ভুলতে না পারার কাহিনীতে কোনো যোগসূত্র আছে কি না, সোশ্যাল মিডিয়া নেটিজেনরা আপাতত এই উত্তর খুঁজতে ব্যস্ত। এই রহস্য উদঘাটন হবে হয়তো কিছুদিনের মধ্যেই! বিডি প্রতিদিন/আরাফাত/অর্ক