Sunday, December 22, 2024
বাড়িকর্পোরেট কর্নারকী ভুলতে পারছেন না সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা, কেন তাদের টাইমলাইনে ‘ভোলা যায় না?’

কী ভুলতে পারছেন না সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা, কেন তাদের টাইমলাইনে ‘ভোলা যায় না?’

সবার জীবনেই এমন কিছু স্মৃতি থাকে, যা কেউ হয়তো কখনও ভুলতে পারে না। সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের লাইফে কোন স্মৃতি হঠাৎ জেগে উঠলো, যা তারা ভুলতে পারছেন না? 

গত কিছুদিন ধরেই এমনই দেখা গেল তাদের টাইমলাইনে। পপুলার স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী, রাকিন আবসার, অতনু জুবায়ের, রাজ ব্রো, থটস অফ শামস, বেঙ্গলি বইন, টম্যাটো, সাগরক্যাস্টিক ও আলতাফ উদ্দিন সম্পদ তাদের টাইমলাইনে শেয়ার করেছেন জীবনে এমন কিছু ভুলতে না পারার কথা। এসব স্মৃতি হঠাৎ শেয়ার করে নেটিজেনদের কাছে আলোচনায় এসেছেন তারা, কমেন্টবক্সে সবাই জানতে চাচ্ছেন, কোন স্মৃতি হঠাৎ নাড়া দিয়েছে তাদের, কী তারা সহজে ভুলতে পারছেন না। তাদের এই হঠাৎ ভুলতে না পারার কাহিনীতে কোনো যোগসূত্র আছে কি না, সোশ্যাল মিডিয়া নেটিজেনরা আপাতত এই উত্তর খুঁজতে ব্যস্ত। এই রহস্য উদঘাটন হবে হয়তো কিছুদিনের মধ্যেই! বিডি প্রতিদিন/আরাফাত/অর্ক

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments