Sunday, December 22, 2024
বাড়িচট্টগ্রাম প্রতিদিনএকটি সিগারেটের প্যাকেটে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

একটি সিগারেটের প্যাকেটে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ কনভেয়ার বেল্ট থাকা সিগারেট প্যাকেট থেকে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

শুক্রবার সকালে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিমের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বারগুলো উদ্ধার করে।গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বলেন, সকালে এয়ার আরাবিয়ার অবতরণ করা ফ্লাইটের ব্যাগেজ কনভেয়ার বেল্টের ওপর একটি সিগারেট প্যাকট উদ্ধার করা হয়। সিগারেটের প্যাকেটটি বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হয়। বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সিগারেটের প্যাকেটের ভিতর ১৪ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণ বারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

বিডি-প্রতিদিন/বাজিত

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments