Site icon The Daily Global News

আইসিজের রায়কে ‘ভন্ডামি’ বললেন ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেন গাভির

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ভন্ডামি বললেন ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ওই আদালতকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্য এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “হেগ শ্মাগ (শ্মাক)।”তিনি আরও লেখেন, “হেগের ইহুদি-বিদ্বেষী আদালতের রায় প্রমাণ করে- এই আদালত ন্যায়বিচার চায় না, বরং এটি ইহুদি জনগণের উপর নিপীড়ন সমর্থন করে।”

ইতামার বেন গাভির বলেন, “হলোকাস্টের সময় তারা নীরব ছিলেন, এবং আজ তারা তাদের ভণ্ডামিতে আরও এক স্তর অগ্রসর হয়েছেন।”

তিনি বলেন, “আমরা এই ধরনের বিপজ্জনক রায় মেনে চলতে পারি না, যা ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যত অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই শত্রুকে নির্মূল করতে হবে।” সূত্র: জেরুজালেম পোস্ট

Exit mobile version