Sunday, December 22, 2024
বাড়িচায়ের দেশঅতিরিক্ত মাদক সেবন, ২ জনের মৃত্যু

অতিরিক্ত মাদক সেবন, ২ জনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে এই দু’জনের মৃত্যু হয়। মৃতরা হলেন ইনাতগঞ্জ ইউনিয়নের কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীন শাহের মাজারে ওরস অনুষ্ঠান হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদক সেবন করেছেন। কালাম ও আজিজ অতিরিক্ত মদ পান করে মাতলামি করছিলেন। এক পর্যায়ে একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর একজনকে অচেতন অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুইজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। মৃত দুইজনই আগে থেকেই শারিরীক ভাবে অসুস্থ ছিল বলে জানতে পেরেছি। 

বিডি প্রতিদিন/হিমেল

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments